রাজধানীর সূত্রাপুর এলাকায় রাজিব হাসান নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
শুক্রবার রাত সাড়ে ১১টায় ধোলাইপারের রোকনপুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে।
খবরটি নিশ্চিত করে সূত্রাপুর থানার ওসি তপন সাহা জানান, কীভাবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার বাসা যাত্রাবাড়ী থানার ভাঙা প্রেস এলাকায়। তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের একটি পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে নিহতের স্বজনরা জানান, রাজিব হাসান যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ উপসম্পাদক ছিলেন।
এমকে/