বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘরে বসে ত্রাণ নিয়ে অনেক কথা বলেন। কিন্তু তিনি কি একবারও হাওরে গেছেন। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার রমনা রেস্তোরাঁয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন গঠিত ৫ হলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু বিএনপি নেত্রী কি একবারও গেছেন? সরকারের মন্ত্রী এমপিরা টোকেন হিসেবে ২-৩টি ত্রাণ দিয়ে চলে যান। বাকিগুলো অন্যরা বিতরণ করেন।
আজও নেত্রকোনায় ত্রাণের তালিকায় ২২৮ জনের নাম ছিল। কথা ছিল প্রধানমন্ত্রী ১০ জনকে ত্রাণ দেবেন। কিন্তু তিনি সবাইকে দিয়েছেন। এটা শুধু আজকের জন্য নয়। ৩০ কেজি করে চাল এবং এক হাজার করে টাকা নতুন ফসল ওঠা পর্যন্ত দেয়া হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যাদের ঘর নেই প্রধানমন্ত্রী তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরইমধ্যে ১০ জেলায় ১১টি গুচ্ছগ্রাম তৈরি করে দিয়েছেন। অনেকে ক্ষমতায় আসে নিজেদের লুটপাট ও পকেটের উন্নয়নের জন্য। শেখ হাসিনা ক্ষমতায় থেকে মানুষের কল্যাণের জন্য।
সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন ও গৃহহীনদের আশ্রায়নের জন্য শেখ হাসিনা কিংবদন্তি হয়ে থাকবেন। দলের অনেক নেতারা পুরুষ শাসিত আওয়ামী লীগ চায়। নারী প্রার্থী থাকলেও ঢাকায় তাদের নাম পাঠান না। তবু কোথাও নারী প্রার্থী থাকলে নেত্রী তাকে মনোনয়ন দেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করতে হবে। নেতাদের আরো তাদের আকর্ষণীয় হতে হবে। নৈতিকতার ভিত্তি শক্তিশালী না হলে ছাত্র রাজনীতি আকর্ষণীয় হবে না।
এইচটি/সি