ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকিতে অন্তর্বাস পরা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরালেন সব্যসাচী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ নভেম্বর ২০২১ , ১১:৫৫ এএম


loading/img

মঙ্গলসূত্রের আপত্তিকর বিজ্ঞাপন বিতর্কে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এমনকি বিজ্ঞাপনটি সরিয়ে ফেলতে তাকে আইনি নোটিশ দেয়া হয়। বিতর্কে হার মানলেন সব্যসাচী। অন্তর্বাস পরা মঙ্গলসূত্রের বিজ্ঞাপনটি নিজের ব্র্যান্ডের অফিসিয়াল পেজ থেকে সরিয়ে ফেলেছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৩১ অক্টোবর) সব্যসাচীকে সতর্ক করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, ২৪ ঘণ্টার মধ্যে সব্যসাচী মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরিয়ে না নিলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুইট বার্তায় মন্ত্রী বলেন, ‘আমি ওই বিজ্ঞাপনটি (মঙ্গলসূত্রের) দেখেছি। এটা খুবই আপত্তিকর। ধর্মীয় বিশ্বাসেও সেটি আঘাত হানে। মঙ্গলসূত্রের হলুদ অংশ পার্বতীর প্রতীক, আর কালো অংশ শিবের। বৈবাহিক সুখী জীবনের জন্য পরা হয় মঙ্গলসূত্র। আমি এর আগেই আপত্তি জানিয়েছিলাম। এবার আমি ব্যক্তিগতভাবে ডিজাইনার সব্যসাচীকে সতর্ক করে দিতে চাই। ২৪ ঘণ্টা সময় দিলাম।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের নতুন গয়নার কালেকশন নিয়ে আসেন সব্যসাচী। যার মধ্যে আছে মডার্ন লুকের মঙ্গলসূত্রও। আর সেই মঙ্গলসূত্রের বিজ্ঞাপনেই এত বিতর্ক। অবশ্য বিতর্কের যথেষ্ট কারণও ছিলো। সেখানে দেখা যায়, নারী মডেলের পরনে ছিল কালো অন্তর্বাস। গলায় ঝুলছিলো মডার্ন লুকের মঙ্গলসূত্র। পুরুষ মডেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন সেই নারী। যার বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এভাবে শরীর দেখিয়ে, শুধুমাত্র অন্তর্বাস পরা মডেল ব্যবহার করাতেই রেগে গিয়েছে একটা অংশ। কেউ কেউ বলেছেন, কোনটা কিনবো? মঙ্গলসূত্র নাকি অন্তর্বাস? ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার দাবি তুলে সরব হয়েছেন তারা। হিন্দু বিয়েতে মঙ্গলসূত্রকে যেখানে বিয়ের রীতির মধ্যে রাখা হয়, সেখানে এমন বিজ্ঞাপন মেনে নিতে পারেননি তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |