বরণ্যে অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে ক্ষমতার অপব্যবহার করে নানান অনৈতিক কাজ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে ফারুকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মকসুদ আলমের (শিপন) বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে শিপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাতে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী মিসেস ফারহানা পাঠান।
ফারহানা পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোহাম্মদ মকসুদ আলম (শিপন) পদবি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের মাধ্যমে বেআইনি সুবিধা গ্রহণ করে সংসদ সদস্যের (ফারুক) সুনাম ক্ষুণ্ন করেছেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।
পদ থেকে অব্যাহিত পাওয়া শিপনের সঙ্গে যোগাযোগ না করারও অনুরোধ জানিয়েছেন ফারহানা পাঠান। গত ৭ নভেম্বর শিপনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজড শাখার সহকারী সচিব এ কে এম আহসান উদ্দিন দেওয়ান স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য যে, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন নায়ক ফারুকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
কেইউ/টিআই