আগামী শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার বিকেলে ৪টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্নেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে, তবে তা ঠিক হয়ে যাচ্ছে এবং রোজায় বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে ২২ মে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো ৩-৪ বছর লাগবে। তিনি বলেন, ‘আমি বলতে পারি না যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আপনাকে দিতে পারবো। আমরা এখনো পারবো না। এইটা হতে হতে আপনার আরো তিন থেকে চার বছর লেগে যাবে। আমরা সত্যিই দুঃখিত এই বিষয়ে যে, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে এই মুহূর্তে দিতে পারছি না। তবে আশা করছি, আসছে রমজানে যত দূর সম্ভব নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখবো।
আর/সি