ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গান গেয়ে মমতার দলে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ নভেম্বর ২০২১ , ১০:৩৩ পিএম


loading/img

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ১১ নভেম্বর সব সম্পর্ক ছিন্ন করছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিজেপি ত্যাগ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

ওই সময় থেকেই রাজনৈতিক দলের একাংশ মনে করেছিলেন, ঘাসফুলের (তৃণমূল) দিকে ঝুঁকছেন শ্রাবন্তী। সেই জল্পনায় অবশেষে ইতি টানলেন এ অভিনেত্রী। সোমবার (২৯ নভেম্বর) তৃণমূলের এক কর্মীসভায় দলের পতাকা হাতে তুলে নেন তিনি। 

তৃণমূলের কর্মীসভায় মঞ্চে দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি। শ্রাবন্তী বলেন, আমি বাংলার জন্য কাজ করতে চাই। বাংলারই মেয়ে আমি। মমতাদিকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই।

বিজ্ঞাপন

চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা দিয়েছিলেন শ্রাবন্তী। নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে হেরে গেছেন। আর আট মাস পর বিজেপির সঙ্গ ত‍্যাগ করেন এই টলিউড অভিনেত্রী।

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |