ঐশী গাইলেন ‘ওরে আমার বাপ’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ , ০২:৫৮ পিএম


ঐশী গাইলেন ‘ওরে আমার বাপ’

ছয় মাসেই শেষ হয়েছে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তারা। রনি ভৌমিক পরিচালিত এই সিনেমায় প্লে-ব্যাক করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর রাজধানীর একটি স্টুডিওতে ‘ওরে আমার বাপ’ শিরোনামের গানে কণ্ঠ দেন ঐশী। এতে ঐশীর সঙ্গে দ্বৈত কন্ঠ দেন স্বাগত। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি।

ঐশী বলেন, ‘প্লে-ব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি, অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। যে কয়েকটা প্লে-ব্যাক করেছি তার প্রায় সবগুলো গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটা বাবাকে নিয়ে গাওয়া একটি আনন্দের গান। সিনেমার একটি বড় অংশ জুড়ে থাকবে গানটি। এক কথায় বলা যায়, সিনেমার পুরো গল্পটাকেই ক্যারি করছে এই গানটি৷ গানটা গেয়ে আমি নিজে অনেক বেশি উপভোগ করেছি। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরাও পছন্দ করবেন।’

নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘এই গানটার মধ্যেই সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। ঐশী যেভাবে গানটাকে ক্যারি করেছে, সত্যি দুর্দান্ত। ঐশীকে শ্রোতারা আগে যেভাবে পেয়েছে এখানে একটু অন্যভাবেই পাবে। খুবই চমৎকার করে গেয়েছে সে।’

‘মৃধা বনাম মৃধা’ সিনেমাতে গান থাকছে চারটি। চলতি সপ্তাহেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি। এরপর চলতি মাসেই মুক্তি দেবেন বলে জানান পরিচালক।

বিজ্ঞাপন

টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি এর যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার গল্প লিখা এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission