বলিউডের প্রথম সারির গায়িকা নেহা কাক্কার। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গায়িকার 'বেসুরা' গান শুনে নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলেন খ্যাতিমান সংগীত পরিচালক আনু মালিক।
ঘটনাটি এখনকার নয়, বেশ কয়েক বছর আগের। 'ইন্ডিয়ান আইডল'র অডিশন দিতে এসেছিলেন নেহা। সে সময় বিচারকের আসনে ছিলেন ফারহা খান, আনু মালিক এবং সনু নিগাম। তাদের সামনে 'রিফিউজি' সিনেমার 'অ্যায়সা লাগতা হ্যায়' গানটি গেয়েছিলেন নেহা। তার গান শুনে রেগে যান আনু।
নেহাকে উদ্দেশ্য করে আনু মালিক বলেন, 'নেহা, তোমার গান শুনে আমার নিজেকে থাপড় মারতে ইচ্ছা করছে।' কথা শেষ হতেই নিজের গালে থাপ্পড় মেরে বসেন বিচারক আনু। সেই ভিডিওটি নতুন করে নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘ককটেল’ সিনেমার ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ গানটি জনপ্রিয়তা এনে দেয় নেহাকে। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক বাজিমাত করে চলেছেন তিনি। শুধু তাই নয়, যে মঞ্চে তিনি প্রতিযোগী ছিলেন সেই 'ইন্ডিয়ান আইডল'র মঞ্চেই বিচারকের আসনে বসেছেন নেহা।
ভিডিও দেখতে ক্লিক করুন
এনএস/এসকে