আলোচিত নায়িকা সিমলা ও অপু বিশ্বাস অভিনীত নতুন দুই ছবির টিজার ইউটিউবে মুক্তি পেয়েছে। আসছে ঈদুল ফিতরে প্রায় এক বছর পর অপু-শাকিব জুটির কোনো ছবি মুক্তি পাচ্ছে। নাম 'রাজনীতি'।
২৯ মে রাতে প্রকাশ হওয়া টিজারটি ২ দিনেই ২ লাখের বেশিবার দেখা হয়েছে।
অন্য ছবির শুটিং নায়ক শাকিব খান ব্যস্ত থাকায় অপু একাই এর প্রচারণায় ব্যাপক সময় দিচ্ছেন। ছবিটি অপুর ফিরে আসার লড়াইও বলা যায়। তবে পুরো টিজারে এ নায়িকার উপস্থিতি ছিল খুব কম।
শাকিবের ডায়লগের আবর্তে দৃশ্যে দেখানো হয়েছে। ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া। পরিচালনা করেছেন নতুন পরিচালক বুলবুল বিশ্বাস।
এদিকে সিমলা অভিনীত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র টিজার প্রকাশ হয়েছে ৩১ মে। রুবেল আনুশ পরিচালিত প্রথম ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে শুরু হলেও নাম পরিবর্তন করে এখন ‘প্রেম কাহন’ রাখা হয়েছে।
‘প্রেম কাহন’ ছবিতে দেখা যাবে, ৩০ বছর বয়সের সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। আর এ বিষয়টি নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ছবির কাহিনি লিখেছেন পরিচালক নিজেই।
ছবিতে আরো অভিনয় করেছেন বিপাশা কবির, রুমাই নোভিয়া।, শরিফুল, বাদল, মুসা ও শিমুল খান।
এইচএম