সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২২ শুরু হবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। প্রতিবছরই এ সম্মেলন আয়োজন করে থাকে সংগঠনটি।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এবারের সম্মেলন চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আট পর্বে হবে এ সম্মেলন। শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। পরদিন হবে সকাল নয়টায় এবং শেষ দিনের অনুষ্ঠান হবে বিকেল চারটায়। এতে পরিবেশিত হবে বাঁশি, কণ্ঠসংগীত, মোহনবীণা ও বেহালা যন্ত্রসংগীত এবং তবলা লহড়া। এর বাইরেও থাকবে সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা, শিশু-কিশোর পর্ব, সদারঙ্গের বর্তমান ও সাবেক সদস্যদের, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আরও উপস্থিত থাকবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
অনুষ্ঠানে উচ্চাঙ্গসংগীত বিষয়ক বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রকাশনা ‘সুরশৃঙ্গার’র রজতজয়ন্তী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এএইচ/এসকে