ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ভালোবাসা দিবস উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মানি চ্যাপ্টার-১

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ০২:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে এ প্রজন্মের তরুণ নির্মাতা আকাইদ রনির পরিচালনায় থ্রিলার, প্রেম, ক্রাইম ও স্নায়ু উত্তেজক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানি চ্যাপ্টার-১ (Money Chapter-1)।’
 
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণে তরুণ তুর্কি আকাইদ রনির পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে ছিলেন আরেক জনপ্রিয় ও সফল তরুণ নির্মাতা রুবেল আনুশ। থ্রিলার ও টুইস্টে ভরপুর এই চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছেন এ প্রজন্মের কয়েকজন জনপ্রিয় শিল্পী, যাদের মধ্যে আছেন মোহাম্মদ সালমান, তামান্না সরকার, সোহাগ বিশ্বাস, আফসান ঠাকুর, মাজিদুল ইসলাম ও মুন্না খান।

বিজ্ঞাপন

এ ছাড়াও আকাইদ রনির এই ফিল্মটিতে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আরেক জনপ্রিয় ক্যামেরাপারসন মো. রফিক। তরুণ নির্মাতা আকাইদ রনির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সম্পাদনায় ও কালারে ছিলেন শরিফ চৌধুরী, মেকাপে ছিলেন বাবু এবং লাইটিংয়ে ছিলেন সেলিম।

দর্শকদের কথা মাথায় রেখে অ্যাকশন, থ্রিলার ও প্রেমনির্ভর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাজধানী ঢাকা শহরের শ্যামলী, আদাবর ও সদরঘাটসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে চিত্রায়িত হয়েছে। নির্মাতা আকাইদ রনি পরিচালনার একক দ্বিতীয় সফলতম কাজ এটি।

বিজ্ঞাপন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাজ সম্পর্কে এই চলচ্চিত্রেরই কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা মোহাম্মদ সালমান বলেন, আকাইদ রনি ভাইয়ের ডিরেকশনে অনেক দিন বাদে চমৎকার একটি কাজ করেছি। আমি মূলত এমন থ্রিলার, ক্রাইম ও প্রেমধর্মী কম্বাইন্ড কাহিনির কাজ এর আগে কখনও করিনি। এটি আমার নতুন এবং চমকপ্রদ একটি অভিজ্ঞতা ছিল।’

কেইউ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |