• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

স্ত্রীর প্রতি হাসানের নিঃস্বার্থ ভালোবাসা, অতঃপর...

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের একঝাঁক তরুণ অভিনয়শিল্পীর সাহসী পদক্ষেপ হিসেবে আসছে শর্টফিল্ম ‘সুনিতা’। যার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লেখক-অভিনেতা শুভ্র সরখেল। আগামী ১ নভেম্বর সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

পর্দায় গল্পটি মূলত তিনটি চরিত্রকে (হাসান, সুনিতা ও রাজ) কেন্দ্র করে আবর্তিত। হাসান একজন প্রেমময় মানুষ, যার জীবনের কেন্দ্রবিন্দু তার স্ত্রী সুনিতা। স্ত্রীর প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু একদিন হঠাৎ করেই সুনিতা তার জীবনের পথ পরিবর্তন করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর গল্পে এক নতুন মোড়, যেখানে দর্শক রাজ চরিত্রের আবির্ভাব দেখতে পাবেন।

এই রাজ চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু, আর হাসানের চরিত্রে দর্শক দেখতে পাবেন পরিচালক শুভ্র সরখেলকে। তারা ছাড়াও এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন মারশিয়া শাওন, বাঁধন খান, শৈবাল, দোহা, সানি প্রমুখ।

পরিচালক শুভ্র সরখেল বলেন, ‌‘সুনিতা শুধু একটি গল্প নয়; এটি বর্তমান সময়ের প্রেম, সম্পর্কের দ্বিধা এবং মানুষে-মানুষে বিচ্ছেদের এক আন্তরিক চিত্র। আমি আশা করছি, এই চলচ্চিত্র দর্শকের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে এবং তাদেরকে ভাবতে বাধ্য করবে।’

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেই সেন্টু আর নেই
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ নিয়ে আসছেন ফরহাদ-ইয়াশা
প্রেম ও অপরাধের গল্প নিয়ে ‘মেয়ে’
সেন্টুর পদত্যাগপত্র গ্রহণ করেননি জাপা চেয়ারম্যান