চিত্রনায়িকা নিপুণের অভিযোগে বাতিল হলো নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিএফডিসিতে বিশেষ একটি সভা ডাকে আপিল বোর্ড। সভা শেষে আপীল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান জানান, বেশকিছু অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হলো৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হলো।
-
আরও পড়ুন... জায়েদ খানের পদ বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা (ভিডিও)
এমন ঘোষণার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের বিতর্ক এবার নতুন মাত্রা পেল। জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণার খবরে আপিল বোর্ডের সভায় অনুপস্থিত জায়েদ খান বলেন, 'নিপুণকে বিজয়ী ঘোষণা হাস্যকার। এখানে আপীল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইন বহির্ভূত, পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের পর আপিল বোর্ড কীভাবে এ রায় ঘোষণা করে? আমি আইনি ব্যবস্থা নেবো।'
এদিকে নিপুণ জানান, জায়েদ খান যদি মামলা করে আদালতে যাওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।
-
আরও পড়ুন... যে কারণে পদ হারালেন জায়েদ খান
এর আগে ভোট কেনার অভিযোগ এনে ফল বাতিলের জন্য আপিল বিভাগের কাছে আবেদন জানান নিপুণ। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদটিও বাতিলের আবেদন করেছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের কাছে এ বিষয়ে দিকনির্দেশনা আসে।
এরপর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সোহানুর রহমান সোহানসহ চার জনকে আইনি নোটিশ পাঠান।
-
আরও পড়ুন... জয়ী হয়ে কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ (ভিডিও)
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশটি আরও পাঠানো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপীল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও।
জায়েদ খান জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। এদিন তারা আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। সেই সময়ে আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে।
আপিল বিভাগের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন আপিল বোর্ডের অপর সদস্য মোহাম্মদ হোসেন জেমী। শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি একথা বলেন।
এনএস/এএইচ