ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী ও তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়। গানের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত। সম্প্রতি তিনি গোয়ায় গিয়েছিলেন নির্বাচনি প্রচারণায়। সেখানে গিয়েই হামলার শিকার হয়েছেন তিনি। জনসম্মুখে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন তিনি নিজেই।
বিষয়টি নিয়ে তিনি ৬ ফেব্রুয়ারি (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বাবুল টুইটারে লেখেন, আমি একাই হামলাকারীকে শায়েস্তা করতে পারতাম। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাকে আটক করে। অবশ্য এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ করেননি বাবুল।
তবে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যম থেকে জানা যায়, গোয়ায় বাবুল এক নির্বাচনি প্রচারণায় গিয়েছিলেন। হঠাৎ সেখানে এক দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় প্রাণে বাঁচেন।
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় একজন ভারতীয় বাঙালি গায়ক ও রাজনীতিবিদ। তিনি ভারতীয় লোকসভার সদস্য ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পূর্বে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। গায়ক হিসেবে তিনি হিন্দি চলচ্চিত্রের গান বেশি গাইলেও বাংলাতেও তার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে।