ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

এবার ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:১১ পিএম


loading/img
ফাইল ছবি

সপ্তম দিনে পা রেখেছে ইরান-ইসরায়েল সংঘাত। একে অপরকে লক্ষ্য করে শত শত মিসাইল ছোড়ার পাশাপাশি নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দেশ দুটি। গত ৬ দিনে ইরানের বিভিন্ন পারমানবিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সবশেষ ইরানের আরাক হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, হামলার হুমকি দিয়ে রিঅ্যাক্টরের আশেপাশের এলাকার বাসিন্দাদেরকে অবিলম্বে এলাকা ত্যাগ করার বার্তা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ইরান-ইসরায়েল চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে সবশেষ এই হামলা।

বিজ্ঞাপন

২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় এই আরাক চুল্লির নকশা পরিবর্তন করে ইরান। হেভি ওয়াটার মূলত পারমাণবিক চুল্লি ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। তবে, এর বাই-প্রোডাক্ট হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয়- যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। 

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা বলছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।  

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |