একই বিল্ডিংয়ের পাশাপাশি ফ্ল্যাটে থাকেন জায়ান ও মৌমিতা। এই এলাকায় মৌমিতারা নতুন এসেছে। প্রথমে একে অন্যের সঙ্গে চোখাচোখি, রেশারেশি, ঝগড়া শেষে ভালোবাসায় রূপ নেয় তাদের সম্পর্ক।
একটি দৃশ্যে দেখা যাবে, মৌমিতা গাছের নিচে বসে কয়েকটা বাচ্চার সঙ্গে খেলছে। বাচ্চারা এক এক করে তার গালে চুমু দিচ্ছে আর মৌমিতা চোখ বন্ধ করেই তাদের নাম বলে দিচ্ছে। কয়েকটা বাচ্চার পরই মাঝখানে ঢুকে পড়ে জায়ান। সে মৌমিতাকে চুমু দেয়। মৌমিতা বুঝতে পারে না এটা জায়ান। দুই-তিনবার চুমু দেওয়ার পর চোখ খুলে মৌমিতা দেখে এটা জায়ান। সব বাচ্চারা হাসতে শুরু করে। জায়ান তাদের হাতে চকলেট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে।
অন্যদিকে মৌমিতার জন্মদিনে তাকে কি উপহার দেওয়া যায় সেটা ভেবে অস্থির জায়ান। কল্পনায় মৌমিতাকে শাড়ি পরে এলোমেলো চুলে তার দিকে এগিয়ে আসতে দেখে। কল্পনাকে বাস্তবে রূপ দিতেই সে মায়ের একটি শাড়ি চুরি করে মোমিতাকে দিয়ে আসে এবং জন্মদিনে সেটা পরে দেখা করতে বলে। কিন্তু দুর্ঘটনাবসত মৌমিতা শাড়ির কিছু অংশ পুড়িয়ে ফেলে। তারপর সে শাড়িটি দিয়ে সালোয়ার কামিজ বানিয়ে জায়ানের সঙ্গে দেখা করতে যায়। মা'কে শাড়িটি ফেরত দিতে পারবে না ভেবে জায়ানের মন খারাপ হলেও পরক্ষণেই সেটি ভালো হয়ে যায়। কারণ জায়ানের মন ভালো করতে তার কাছাকাছি আসে মৌমিতা। তাকে কাছে পেয়ে জায়ান খুশি হয়ে যায়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক 'অভিমানী তুমি ঘাড় ত্যাড়া আমি'। জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় এতে জুটি বেঁধেছেন আরোশ খান ও তানিয়া বৃষ্টি।