ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মুম্বাইয়ের ফ্ল্যাটে মডেলের মরদেহ, বাড়ছে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৩ জুন ২০১৭ , ০৪:২৮ পিএম


loading/img

ভারতের মুম্বাইয়ের উঠতি মডেল-অভিনেত্রী কৃতিকা চৌধুরীর মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। 

বিজ্ঞাপন

পুলিশের সন্দেহ, ২৩ বছর বয়সী কৃতিকাকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর রিপোর্ট জমা করেছে পুলিশ। 

সোমবার আন্ধেরির পশ্চিমে নিজের অ্যাপার্টমেন্টে কৃতিকার মরদেহ পাওয়া যায় । আম্বোলি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা জানায়, ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ নাকে আসে তাদের। পুলিশের কাছে খবর দেন তারা। ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে সে মারা যায়। সেময় ঘরের ভিতরে এসি চলছিল। দেহ পচে যাওয়ায় দুর্গন্ধ বেরচ্ছিল। 

কৃতিকা ২০১৩ সালে ভারতের জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে ‘রাজ্জো’ সিনেমায় কাজ করেন। 

বিজ্ঞাপন

এছাড়া বালাজি প্রোডাকশনের কিছু সিরিয়ালেও নাম দেখিয়েছেন। তার মধ্যে অন্যতম ছিল পরিচয় (২০১১)।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |