ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফলোয়ার ৯০ লাখ হলেও বাস্তবে ভোট পেলেন ১৫১৯!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ , ০৭:৪৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সাবেক মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া অর্চনা গৌতম। বলিউডে অভিনয়ে যাত্রা শুরুও করেছিলেন তিনি।এবার কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন ভারতের হস্তিনাপুর এলাকা থেকে। তবে তার এলাকা থেকে ভোট পেয়েছেন মাত্র ১৫১৯। তার এই কেন্দ্র থেকে ১ লাখ ৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ।

বিজ্ঞাপন

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে সমালোচনা। কারণ, অর্চনা গৌতমের ব্যাপক জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে।শুধু ইনস্টাগ্রামেই আছে তার ৭ লাখ ৫৬ হাজার ফলোয়ার। আর ফেসবুকে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৮৫ লাখ। সব মিলিয়ে ৯০ লাখেরও বেশি অনুসারীর এই তারকার।এত জনপ্রিয়তা নিয়েও নির্বাচনে ভরাডুবিতে হতাশ সবাই।

তবে অর্চনা নিজেই টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, ‘হস্তিনাপুরের মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করে উঠতে পারেনি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিস বিকিনি ইউনিভার্স’ প্রতিযোগিতায় সেরার মুকুট পরেছিলেন অর্চনা গৌতম। সেই সুবাদে বলিউডের বেশ কিছু সিনেমাতেও অভিনয়ের সুযোগ পান তিনি। এমনকি এখনও দেশীয় সিনেমায় নিয়মিত অভিনয় করেন অর্চনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |