‘গাল্লি বয়’খ্যাত র্যাপার ধর্মেশ পারমার ওরফে এমসি তোড়ফোড় আর নেই। মাত্র ২৪ বছর বয়সেই পরপারে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুকে ঘিরে ধোঁয়াশার জন্ম নেয়। তবে হৃদরোগে আক্রান্ত হয়েই ছেলের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন তার মা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত চার মাসে দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এমসি। তবুও তিনি মোটেই বিশ্রাম নিতেন না। এত অসুস্থ থাকা সত্ত্বেও সারাদিন কাজে ব্যস্ত থাকতেন।
এমসির মা বলেন, ‘৪ মাস আগে বন্ধুদের সঙ্গে লাদাখে ঘুরতে গিয়েছিল। সেখানেই প্রথম হৃদরোগে আক্রান্ত হয়। কিন্তু পরিবারকে কিচ্ছু জানায়নি। মাসখানেক আগে বাড়িতে থাকা অবস্থায় ফের হৃদরোগে আক্রান্ত হয় সে। তখন আগেরবারের অসুস্থতার কথা জানতে পারি।’
এদিকে হোলি উপলক্ষে নাসিকে একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে যান এমসি। তার আর বাড়ি ফেরা হয়নি। নাসিকেই মারা যান তিনি। সেখানে যাওয়ার আগেই হয়তো সে বুঝতে পেরেছিল, আর বাড়িতে ফিরতে পারবে না।
এমসির মায়ের ভাষ্য, ‘ও (এমসি) বোধ হয় টের পেয়েছিল যে, আর বাড়ি ফিরতে পারবে না। তাই আচমকাই নাসিক যাওয়ার আগেই নিজের দুই ছোট বোন আর তুতো বোনদের নিয়ে রাখি উৎসবের আয়োজন করে।’
প্রসঙ্গত, গুজরাটি ভাষায় র্যাপের লিরিক্সের জন্য বেশ বিখ্যাত ছিলেন মুম্বাইয়ের স্ট্রিট র্যাপার এমসি। ২০১৮ সালে জোয়া আখতারের ‘গাল্লি বয়’ সিনেমার ‘ইন্ডিয়া ৯১’ গানে র্যাপ করেছিলেন এমসি। এই গানটির মাধ্যমে রাতারাতি পরিচিতি লাভ করেন তিনি।
সূত্র: আনন্দবাজার