ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

নিশো-মেহজাবীনকে দেখতে জনতার ঢল! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ মার্চ ২০২২ , ০৮:১৯ পিএম


loading/img

ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তারা। এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। দুজনকে একসঙ্গে দেখার সুযোগ মিললে জনতার ঢল নামাই স্বাভাবিক, হলোও তাই।

বিজ্ঞাপন

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১২-তে গিয়েছিলেন নিশো-মেহজাবীন। সেখানে তাদের দেখতে মুহূর্তেই জটলা বেধে যায়। মেহজাবীনের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে সেই চিত্রই দেখা যাচ্ছে।

ভিডিওতে থেকে জানা যায়, একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছেন দুই তারকা। তাদের সামনে অসংখ্য অনুরাগী। সমস্বর কন্ঠস্বরে কখনো ভেসে আসছে ‘নিশো ভাই, নিশো ভাই’ আবার কখনো ‘মেহজাবীন, মেহজাবীন’। উপস্থিত সবার কোলাহলে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।

বিজ্ঞাপন

অনুরাগীদের উদ্দেশে নিশো বলেন, ‘আপনারা অনেকক্ষণ ধৈর্য্য সহকারে এখানে দাঁড়িয়ে আছেন। সবসময়ই আপনারা আমার মন জয় করেন।’ এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে ‘বুক চিনচিন করছে হায়’ গানটি গাওয়ার অনুরোধ আসে। ভক্তদের এমন অনুরোধে হেসে ওঠেন নিশো-মেহজাবীন। এরপর কয়েকটি লাইন গেয়ে শোনান নিশো। উপস্থিত জনতাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |