সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে সাইটটি হ্যাকড হবার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আবার তা চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
শনিবার দুপুরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটি ictd.gov.bd হ্যাকিংয়ের শিকার হয়।
তখন ওয়েবসাইটটিতে ঢুকতে গেলে সমস্যা হচ্ছিল। সেখানে হ্যাকররা ঝুলিয়ে দেয়া বার্তায় ইংরেজিতে লিখেছে, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’
ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে যে, সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে এবং তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া।
আবু নাসের আরো বলেন, বাংলাদেশের ও ভারতের কিছু হ্যাকার পাল্টাপাল্টি কিছু ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা করেছে।
গেলো বছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ২০১২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল হ্যাকার গ্রুপ।
আর/সি