ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মধ্যরাতে জন্মদিন পালন, আবেগাপ্লুত ডিপজল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ এপ্রিল ২০২২ , ১২:৫৮ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের জন্মদিন আজ। বিশেষ দিনের প্রথম প্রহরেই ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে জন্মদিন পালন করেছেন ডিপজল। বাবাকে সারপ্রাইজ দিয়ে ডিপজলের সন্তানরা ঘরোয়া আয়োজনে কেক কাটেন।

বিজ্ঞাপন

১৯৬২ সালের এদিনে পৃথিবীতে আসেন ডিপজল। আজ (৬ এপ্রিল) তিনি ৬০ বছর পূর্ণ করলেন।

এদিকে মধ্যরাতেই পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ডিপজল। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন ডিপজল। তার কোলে নাতনি। চারপাশে পরিবারের সদস্যরা। এ সময় ডিপজলকন্যা বাবার জন্য কেক নিয়ে আসেন। কেক কেটে প্রথমেই নাতনির মুখে তুলে দেন।

বিজ্ঞাপন

ডিপজল লিখেছেন, 'সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে আমি অভিভূত। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ।'

তিনি যোগ করেন, 'আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।'

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |