ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

আট হাজার মাইল দূর থেকে মায়ের জন্য ভালোবাসা পাঠালেন শাকিব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ মে ২০২২ , ০৮:০৭ পিএম


loading/img

আজ (রোববার) বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এই দিবসটি পালন করা হয়। বিশেষ এই দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের অনেকেই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। দিবসটিকে কেন্দ্র করে কেউ কেউ স্মৃতিকাতর হচ্ছেন, আবার কেউ মায়ের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসা জানিয়েছেন পৃথিবীর সব মাকে।

বিজ্ঞাপন

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সুপারস্টার শাকিব খান। সেখান থেকেই মায়ের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুভমাতৃ দিবস আমার এবং সকল মায়েদের।'

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মাকে ভালোবাসতে বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। প্রতিটি দিনই মাকে ভালোবাসার। তবুও বিশ্বব্যাপী 'মা' দিবসের উদযাপন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |