ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জীবনের শেষ টকশোতে যে দুর্ভোগের কথা জানিয়েছিলেন তাজিন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ মে ২০২২ , ০৯:২৮ এএম


loading/img

আজ ২২ মে। ২০১৮ সালের আজকের দিনে চিরতরে হারিয়ে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। মৃত্যুর আট দিন আগে  (১৪ মে, ২০১৮) সবশেষ আরটিভির ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে একটি টকশোতে এসেছিলেন তিনি। সেখানে দেশের যানবাহনের অব্যবস্থাপনা ও মহাসড়কের দুর্ভোগের কথা বলেছিলেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

যানজটে ব্যক্তি ও পরিবারের প্রতি কী ধরনের প্রভাব ফেলছে? আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওই অনুষ্ঠানের সঞ্চালক সৈয়দ আশিক রহমানের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী তাজিন আহমেদ তার একটি ভ্রমণ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছিলেন, ‘পরশুদিন (১২ মে, ২০১৮) রাত সাড়ে ১০টায় গ্রিনলাইন বাসে কক্সবাজার থেকে রওনা দিলাম। সেটা এসে থামল সায়েদাবাদ পরেরদিন বিকেল সাড়ে ৪টায়। তার রুট পারমিট নেই বলে আমাদের রাস্তায় নামিয়ে দিলো। এরপরে গেলে নাকি সে কেইস খাবে। এইভাবে যদি বড় কোম্পানির বাসগুলো অনিয়ম করে তাহলে কীভাবে হবে?’

তিনি যোগ করেন, ‘যাওয়ার সময় যেটা হলো, যেখানে থামার কথা সেখানে না থেমে থামলো একটা মসজিদের সামনে। আমাদের বলা হলো যান মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। মেয়েরা কী করে মসজিদের ভিতর যাবে? আমাদের যানবাহনগুলো মোটেই নারীবান্ধব না। এমনটি আমাদের রাস্তাঘাটগুলোও নারীবান্ধব না।’

বিজ্ঞাপন

এভাবেই তিনি সেদিন তার ভ্রমণ অভিজ্ঞতার কথা আরটিভিকে জানিয়েছিলেন। আরটিভিতে এসে তিনি আর কখনও বলবেন না সমাজের নানা অসঙ্গতির কথা, তার অভিজ্ঞতার কথা।

এদিকে মৃত্যুর ১৩ ঘণ্টা আগে তাজিন আহমেদ ভোর ৪টায় শেষ ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভালোলাগা মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়ে যায়।’

তার শেষ এই ফেসবুক স্ট্যাটাসের পর সত্যি সত্যি নিজেই এখন স্মৃতি হয়ে গেছেন। তার এই অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে বেশ কষ্ট হয়েছে পরিবার-পরিজন, ভক্ত, স্বজন, সহকর্মীরা। তাইতো তার উজ্জ্বল স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভাসছে চোখের তারায়।

বিজ্ঞাপন

চার বছর আগে এদিন (২২ মে) দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তাজিন। পরে তাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। পরে বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |