ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ঈদের আনন্দ নেই বৃদ্ধাশ্রমের মানুষের (ভিডিও)

জুলহাস কবীর

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ০৭:৪৭ পিএম


loading/img

ঈদ কারো কারো জীবনে সব সময় আর খুশির থাকে না। থাকে না আগের মতো আবেগ আর অনুভূতি। প্রিয়জন নিয়ে যখন সবাই ঈদ উৎসবে ব্যস্ত তখন প্রবীণ হিতৈষী সংঘের বাসিন্দাদের মাঝে নেই ঈদের আমেজ।

বিজ্ঞাপন

আবার হাসপাতালের বিছানায় শুয়ে যারা দিন পার করছেন তাদেরও ঈদ কেটেছে কষ্টে।

কারো নিমন্ত্রণের আশায় আজো পড়ে থাকে মনটা। কেউ আসবে, একটু বসে গল্পে গল্পে মাতিয়ে তুলবে সারাটা দিন এ কামনাও থাকে প্রবীণদের। নানা কারণে যাদের নিজ বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বৃদ্ধাশ্রমে। তাদের সময়টা এমন অপেক্ষায় কাটে।

বিজ্ঞাপন

চাতক পাখির মত চেয়ে থাকার পরও, সারাদিনে দেখা মেলেনি কারো। ঈদের দিন আর কাটে না সেই ছোটবেলার মত। ভালো খাবার খাওয়ার জন্য তাগাদাও নেই কারো। প্রিয়জন বলতে আজ আর কেউ পাশে নেই।

তবে জীবন আকাশে জমে থাকা মেঘের মাঝেই একপশলা বৃষ্টি তার জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে এখনো এমন স্বপ্ন দেখেন প্রবীণ হিতৈষী সংঘের বর্তমান বাসিন্দা মুজিবুল হক ও তার মত অনেকেই।

গেলো ১৭টি বছর প্রিয় মানুষগুলো ছাড়েই মুজিবুল হক প্রবীণ হিতৈষী সংঘের বারান্দায় কাটিয়েছেন ঈদের দিনগুলো। অবশ্য ঈদের দিনই বা কি।  মুজিবুল হকের কাছে এখন সব দিনই সমান।  

বিজ্ঞাপন

অন্যদিকে, ঈদ আনন্দের ছোঁয়া লাগেনি হাসপাতালের বিছানায় কাতর মানুষগুলোর। খুশির ঈদ যন্ত্রণা বয়ে এনেছে কারো কারো জীবনে।

বিজ্ঞাপন

অসুস্থ থাকায় কারো কারো এমন অচেনা ঘরে বসেই কাটাতে হয়েছে ঈদের দিনগুলো।

  জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |