অভিনয় জগতে বিদায় বলতে কিছু নেই : জলি
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলি। বিগ বাজেটের ‘অঙ্গার’ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। এরপর ‘নিয়তি’ এবং ‘মেয়েটি এখন কোথায় যাবে’-তে চমক দেখিয়েছেন তিনি।
ব্যক্তিজীবনে ২০১৯ সালে ব্যবসায়ী আরাফাত রহমানকে ভালোবেসে বিয়ে করেন জলি। পরের বছর (২০২০) তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন সেহেমাত রহমান। আপাতত স্বামী-সন্তান-সংসার নিয়েই নায়িকার ব্যস্ততা। তবে নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জলি জানান, সন্তান জন্মের পর তার কিছুটা শারীরিক পরিবর্তন এসেছে। তবে কিছুদিন ধরে জিম করে নিজের ওজন অনেকটাই কমিয়ে এনেছেন। নতুন উদ্যমে কাজে ফিরতেই তার এমন প্রস্তুতি। সবার সহযোগিতাও চেয়েছেন এই নায়িকা।
জলির ভাষ্য, 'অভিনয় জগতে শেষ কিংবা বিদায় বলতে কিছু নেই। শেষ থেকেই শুরু হয়। তাই আবারও নতুন করে কাজে ফিরতে চাচ্ছি।'
মন্তব্য করুন