ঈদের ছুটি শেষে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। শুরুতে বাজেটের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে শুরুতেই নিজের ছয় বছরের কারাজীবনের কথা স্মরণ করেন এরশাদ। তিনি বলেন, ছয় বছর কোনো আলো, সমুদ্র কিছুই দেখিনি। এরপর তিনি কারাজীবন নিয়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করেন।
এরশাদ বলেন, ওরা আমার সব অনুভূতি আর চিন্তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আমার দৃঢ়তাকে তারা দুর্বল করতে পারেনি। আমি সব সময় একটু কাগজ আর কলমের সন্ধানে ছিলাম নিজের অনুভূতি প্রকাশের জন্য।
তিনি বলেন, শুধু আমাকে জেলে ভরে তারা সন্তুষ্ট হয়নি। আমার স্ত্রীকেও তারা আটক করেছে। তাকেও ছয় বছর জেলে থাকতে হয়েছে। আমার শিশু সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছে।
কবিতা দিয়ে বাজেট অালোচনা শুরু করেন হুসেইন মুহম্মদ এরশাদ। আবার তা দিয়েই আলোচনা শেষ করেন।
এইচটি/ডিএইচ