ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে আশীষের দেখা পেলেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ , ০৬:২৯ পিএম


loading/img

বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থীর সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক কাজী মারুফ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন কাজী মারুফ। বুধবার (১ জুন) স্ত্রী রাইসা খানকে নিয়ে একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। সেখানেই আশীষ বিদ্যার্থীর দেখা পান এই দম্পতি। স্মৃতি ধরে রাখতে ছবি তুলেন তারা। আর সেটি অনুরাগীদেরও দেখার সুযোগ করে দেন।

জানা গেছে, কাজী মারুফ যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন সেটির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা হিমেল আশরাফ। এ সময় অভিনেতা হিল্লোলও সেখানে উপস্থিত ছিলেন। মারুফ দম্পতির ছবিটি তিনিই তুলে দিয়েছেন। একটি গ্রুপ ছবিতে তাকেও দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

285573931-698259808099640-608929365057065941-n

প্রসঙ্গত, প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমাটি ব্যবসা সফলও হয়েছিল। নির্মাতা ছিলেন তারই বাবা কাজী হায়াৎ।

প্রথম সিনেমায় অভিনয় করে খুব কম অভিনেতাই তারকাখ্যাতি পান। কাজী মারুফের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। কিন্তু এই জনপ্রিয়তা খুব বেশিদিন থাকেনি। ধীরে ধীরে তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে থাকেন। শুধু যে অভিনয় থেকেই দূরে তা নয়, এখন তিনি দেশ থেকেও বহু দূরে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |