দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।
গত রোজার ঈদের নাটকগুলোর কাজ সেরে বিরতিতে গিয়েছিলেন মেহজাবীন। এক মাসেরও বেশি (৩৮ দিন) ছুটি কাটিয়ে শনিবার (৪ জুন) ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। তবে লম্বা ছুটি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে ভীষণ 'নার্ভাস' ফিল করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন।
মেহজাবীনের ভাষ্য, এবারই প্রথম নয়, প্রায়ই এমন হয় তার। বিশেষ করে লম্বা বিরতির পর শুটিংয়ে ফিরলে ভীষণ নার্ভাস লাগে তার। অভিনয়ে নিজেকে খুব নতুন মনে হয়। এবারও তাই হলো।
প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন এ অভিনেত্রী। তার ভক্তদের একটা অংশের প্রত্যাশা, সিনেমাতেও আসবেন মেহজাবীন। আবার কেউ কেউ মনে করেন, নাটকেই তিনি মানানসই। তবে সংশয়ের অবসান ঘটিয়ে মেহজাবীন কখনো সিনেমায় পা রাখবেন কি না, সেটা সময়ই বলে দেবে।