ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

৩০০ পর্বে ‘আজকের অনন্যা’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ০৫:০৭ পিএম


loading/img

নারীরা এখন আর অবরোধবাসিনী নয়। পুরুষের সঙ্গে সমানতালে তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন সমাজ এবং দেশের নানা ক্ষেত্রে।

বিজ্ঞাপন

তেমনই বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে, তানিয়া আহমেদের উপস্থাপনা এবং তুষার জামালের প্রযোজনা এবং পরিচালনায় জিটিভির নিয়মিত দেশের একমাত্র ধারাবাহিক গেম শো ‘কিউট আজকের অনন্যা’ পার করছে ৩০০ পর্বের মাইলফলক।

এটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৯টায়। সেই ধারাবাহিকতায় আজ প্রচারিত হবে এই অনুষ্ঠানের ৩০০তম পর্ব। যথারীতি ৩০০তম পর্বেও উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া আহমেদ। এবং বিশেষ এই পর্বে অতিথি হিসেবে আছেন মডেল-অভিনেত্রী উর্মিলা কর, নৃত্যশিল্পী অভিনেত্রী সিনথিয়া, মডেল কোরিওগ্রাফার বুলবুল টুম্পা এবং ফোক সংগীতশিল্পী লায়লা।

বিজ্ঞাপন

উল্লেখ্য,  অনুষ্ঠানটি সে সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনের বিভিন্ন কাজ যেমন সংসার, চাকরি, ব্যবসা, শিক্ষকতা খেলাধুলা, আইনশৃঙ্খলা ইত্যাদির বাইরেও আরও অনেক কিছু করতে পারেন, করতে চান। পাশাপাশি যাদের আছে লুকানো প্রতিভা, যা সময় এবং সুযোগের অভাবে প্রকাশ করতে পারেন নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটানই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি আয়োজন করা হয় নানা ধরনের গেম শোয়ের।

দেশের একমাত্র ধারাবাহিক গেম শোয়ের সফল প্রযোজক এবং পরিচালক তুষার জামাল অনুষ্ঠানটি নিয়ে বলেন, আজকের অনন্যা অনুষ্ঠানের জন্যে আমরা সাধারণত পাঁচটি ক্যাটাগরি চিন্তা করে গল্প এবং পার্টিসিপেন্ট নির্ধারণ করি। তা হলো, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, সফল জননী নারী এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী। এ ছাড়া প্রতি পর্বে চারজন নারী আমন্ত্রিত হয়ে আলোকিত করেন এই মঞ্চ। আসলে আমদের এই আয়োজনে অংশগ্রহণকারী প্রত্যেকেই এক একজন অনন্যা, কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, তাই নিয়ম রক্ষার স্বার্থে একজনকে হতেই হয় বিজয়ী অনন্যা।

কিউট আজকের অনন্যার সঙ্গে সকল কলাকুশলী ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলতে চলতে ‘কিউট আজকের অনন্যা’ পৌঁছে গেছে ৩০০তম পর্বে। এই শুভক্ষণে জিটিভি এবং কিউট আজকের অনন্যা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবার আন্তরিক সহযোগিতা না থাকলে কোনোভাবেই কিউট আজকের অনন্যা অনুষ্ঠান ৩০০তম পর্বেও মাইলফলক স্পর্শ করতো না।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |