গাইবান্ধা ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে এ অভিযান শুরু হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধান ও নৌ-ডাকাতি রোধে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে সহকারি পুলিশ সুপার (হেড-কোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু ও ফুলছড়ি থানার ওসি আবু মো. আশরাফুজ্জামনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।
এর আগে মঙ্গলবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। সে অভিযানে কোনো জঙ্গি পাওয়া না গেলেও মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়।
এসএস