ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

‘চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নাট্যোৎসব’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৪ জুলাই ২০২২ , ০৭:৪৪ পিএম


loading/img

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ মেধায়, মননে, কর্মে মানুষের হৃদয়ের কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নাটক এবং সংস্কৃতির সুস্থ চর্চাকে বেগবান করতে বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার অল্প কিছুদিনের মধ্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ’ দেশে এবং বিদেশে নাট্য প্রদর্শনীর ব্যবস্থা এবং নাট্য প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

এই দীর্ঘ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নিজস্ব পরিবেশনায় বেশ কয়েকটি মঞ্চ নাটক ও পথনাটক উপহার দিয়েছে। ইতোপূর্বে সফলতার সঙ্গে তিনটি নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ ৩ থেকে ৫ জুলাই ‘চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব’ চলছে। দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটকের দল নিয়ে এবারের আয়োজন অনন্য চমক হিসেবে রেখেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং উদ্বোধনী সন্ধ্যায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের মডারেটর ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির, দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা রীভা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সানোয়ারুল হক সনি।

চলতি উৎসবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রণন দলের প্রযোজনায় ‘বন্দি বিবেক’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রঙ্গপিঠ দলের ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থক রেপার্টরি দলের ‘জেরা- দ্য ইন্টারোগেশন’, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের ‘অবরুদ্ধ ১৪ বছর’ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির ‘কিত্তনখোলার কিচ্ছা’ প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের প্রযোজনায় মুনীর চৌধুরীর নাটক ‘কবর’ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে ‘বিলাসী’ মঞ্চস্থ হবে। ‘কবর’ নাটকটির নির্দেশনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি দিগার মো. কৌশিক ও ‘বিলাসী’র নির্দেশনা দিচ্ছেন সহসভাপতি লিপটন ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |