'আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার' হলেন সাবরিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ জুলাই ২০১৭ , ১১:৩২ পিএম


'আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার' হলেন সাবরিনা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার' নির্বাচিত হলেন সাবরিনা নওরিন। 

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টারের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। 

নির্বাচন করা হয় প্রথম ও দ্বিতীয় রানার আপ। 

বিজ্ঞাপন

বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, এমন অনুষ্ঠান পড়ালেখার পাশাপাশি মেধাবীদের অন্যান্য প্রতিভা বিকাশের প্লাটফরম। 

দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মেধাবীদের মধ্যে একজন স্টারকে খুঁজে নিতে ডাবর ভাটিকার সহযোগিতায় আরটিভি পথ চলতে শুরু করে থেকে গেলো বছরের অক্টোবর মাসে। 

দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৪৫ জনের মধ্য থেকে নির্বাচিত ৬ জন। তারা হলেন সাবরিনা নওরিন, সাকিনা ইসলাম ঈষিকা, দৃষ্টি চাকমা, মাহবুবা মৌ, শ্রাবন্তী অধিকারী, আসমাউল হুসনা তাওলী।

বিজ্ঞাপন

গ্রান্ড ফিনালের এই অনুষ্ঠানে দেখানো হয় ৬ জনের নানা পারফরমেন্স। সঙ্গীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং অভিনেত্রী নিপুণ ছিলেন বিচারক। 

তাদের সামনে নিজের সেরাটা মেলে ধরতে প্রতিযোগীরা দেন মনপ্রাণ চেষ্টা। 

জমকালো এই অনুষ্ঠানে কম ছিল না দেশসেরা শিল্পীদেরও পারফরমেন্স। ক্যাম্পাসের মেধাবীদের এমন প্রতিভায় মুগ্ধ অতিথিরা। 

এমন আয়োজনকে বিরাট সাফল্য বলে মনে করেন, ডাবর ভাটিকার কান্ট্রি ম্যানেজার সঞ্জয় মুন্সি।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission