ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

মিশা সওদাগরের বাসায় কোরআন তেলাওয়াতের আয়োজন (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ আগস্ট ২০২২ , ১০:২৩ পিএম


loading/img

ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগর। অভিনয়ের পাশাপাশি ধর্মকর্মেও বেশ মনোযোগী তিনি। নিজের বাসায় শিশুদের কোরআন তেলাওয়াতের আয়োজন করেছেন এ অভিনেতা।

বিজ্ঞাপন

বুধবার (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘এখানে পবিত্র কোরআন শরীফ পাঠ হচ্ছে। আল্লাহর বাণী পাঠ হচ্ছে। আমি প্রায়ই আমার বাসায় বাচ্চাদের কোরআন তেলাওয়াতের আয়োজন করি। বাচ্চারা যখন কোরআন পাঠ করে, আমার কাছে খুবই ভালো লাগে।’

আজকের এই আয়োজন প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘সৎ উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, ভেদাভেদ না করি। মূল বিষয় হচ্ছে, ধর্ম নিয়ে যাতে বাড়াবাড়ি না করি। অন্য কোনো ধর্মকে খাটো না করি। নিজের ধর্ম সম্মানের সঙ্গে পালন করি। সর্বোপরি, আমাদের দেশের সবাই যেন মিলেমিশে চলতে পারি। এতেই আমাদের মঙ্গল। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্য দিয়ে নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক হিসেবে। তবে জনপ্রিয়তা তার খল চরিত্রেই। ঢালিউডে তারপর আর উল্লেখ করার মতো কোনো খল অভিনেতা আসেনি। দীর্ঘ ক্যারিয়ারে খল চরিত্রে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |