ঢাকা

মিলার গানে মেয়েকে নাচালেন শখ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ আগস্ট ২০২২ , ০৬:৫৭ পিএম


loading/img

‘হাজার দর্শক মন মজাইয়া, নাচে গো সুন্দরি কমলা...প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানের তালে কোমর দুলিয়েছেন বহু তরুণী। এবার জনপ্রিয় পপ গায়িকা মিলার গাওয়া এই গানে নিজের ছোট্ট মেয়েকে নাচালেন অভিনেত্রী আনিকা কবির শখ। গানটি গেয়েছেন শখ নিজেই।

বিজ্ঞাপন

শখের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বউ সেজে মেয়েকে কোলে নিয়ে বসে আছেন শখ। নাটকের শুটিংয়ের কারণেই এমন বউয়ের সাজ। কাজের ফাঁকে মেয়েকে সময় দিচ্ছেন তিনি। ছোট্ট কন্যাকে কোলে বসিয়ে মিলার গাওয়া ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানটি গাইছেন এই অভিনেত্রী। সঙ্গে নাচের ভঙ্গিমায় মেয়ের হাত পা দুলাচ্ছেন।

3456789

বিজ্ঞাপন

শখের সেই ভিডিওটি নিজের পেজে পোস্ট করেছেন মিলা। তিনি লিখেছেন, ‘যেমন মা তেমনই মেয়ে। এত সুন্দর একটি মুহূর্ত আমার সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ শখ। খুবই সুন্দর ছিলো। মাশাআল্লাহ।’

প্রসঙ্গত, বিরতি শেষে কাজে ফিরেছেন শখ। মাঝে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় শোবিজ থেকে দূরে ছিলেন তিনি। সন্তান জন্মের পর নতুন করে কাজে ফেরেন এই অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |