বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন পরীমণি। বিকেল ৫টা ৩৬ মিনিটে নবজাতকের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) ছেলেকে প্রকাশ্যে আনেন নায়িকা।
এদিন (১১ আগস্ট) দুপুরে ছেলের পায়ের ছাপ ও পরীর কোলে প্রথমবার রাজ্যকে তুলে দেওয়ার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা শরিফুল রাজ। সেই পোস্টে তিনি প্রথমবার বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করেছেন।
রাজ লিখেছেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী। আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’
ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তিনি লেখেন, ‘ওই ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ তৈরি করেছে। তোমরা দুজনই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ। সে (রাজ্য) যেন তারার মতো বেড়ে ওঠে এবং বাবা-মায়ের মতো সাহসী হয়। অনেক অনেক অভিনন্দন আমার রকস্টার।’
এই অভিনেতা সন্তান জন্মের পরই জানিয়েছিলেন, ‘প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। আল্লাহর কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমার ভালো লাগার ভাষা বলতে পারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’