ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘আমার মনে হয়েছে কিছু একটা করতে পেরেছি’ (ভিডিও) 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ আগস্ট ২০২২ , ০৬:৪৫ পিএম


loading/img

চমক নিয়েই হাজির হলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শুক্রবার ইউটিউবে এসেছে বহুল প্রতীক্ষিত ‘লাইভ’ সিনেমার টিজার; যা দর্শক মহলে প্রশংসিত হচ্ছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।  

বিজ্ঞাপন

টিজারে সাইমন-মাহির পাশাপাশি দেখা গেছে আদর আজাদকে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারটি টানটান উত্তেজনায় ভরা ছিল।  

টিজার দেখে ধারণা করা যায়, মূলত একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে ‘লাইভ’র গল্প আবর্তিত হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন রহস্য খুঁজে পায়। 

বিজ্ঞাপন

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী নায়ক সাইমন সাদিক। তিনি আরটিভি নিউজকে বলেন, দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইভ এক ভিন্ন মাত্রা যোগ করবে। মাহি, আদর, পরিচালক শামীম আহমেদ রনি সবাই মিলে আমরা চেষ্টা করেছি একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দেওয়ার। সিনেমাপ্রেমী দর্শক এটি দারুণভাবে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। প্রতিটি শিল্পীর এখানে অভিনয়ের সুযোগ ছিল। আমার মনে হয়েছে কিছু একটা করতে পেরেছি। বাকিটা সিনেমা দেখার পর দর্শকরা জানাবেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |