‘কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৭:৪৪ পিএম


‘কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা ইসির নেই’ (ভিডিও)

কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

আজ (বুধবার) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি নানান কথা বলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করছে। যেনো কমিশন তাদেরকে ক্ষমতায় বসানোর আশ্বাস দেয়। আমাদের ক্ষমতার উৎস জনগণ। তারাই আমাদের ক্ষমতায় আনবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচন কমিশনের কোনো দলকে ক্ষমতায় নেয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপি এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে এটার কোনো বাস্তব ভিত্তি নেই।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য ইসি বা কোনো বিদেশিদের ওপর নির্ভরশীল নয়। জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। আমরা ভোট চাইব জনগণের কাছে।

তিনি বলেন, ইসি’র রোডম্যাপ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা চাই ইসি সবাইকে সমান সুযোগ প্রদান করুক। বিএনপি’র কার্যকলাপে মনে হয়, তারা ক্ষমতায় আসবে- ইসি এই নিশ্চয়তা দিলেই যেনো তারা সন্তুষ্ট হবে। এছাড়া তাদেরকে খুশি করা সম্ভব না।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীসহ বিভিন্ন পয়েন্টে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। নিয়ম অমান্য করায় এ পর্যন্ত ২১টি মামলাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীসহ সব জেলায় শুক্রবার ছাড়া প্রতিদিন এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে। তিনি অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি বর্জন করতে পরিবহন মালিকদের প্রতি আহবান জানান।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission