ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শহীদ-মিরার বেডরুম কলহ প্রকাশ্যে!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ , ০২:১২ পিএম


loading/img

বলিউডের কবির সিং খ্যাত অভিনেতা শহীদ কাপুর। স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে তার কেমিস্ট্রি নেটিজেনদের বরাবরই মুগ্ধ করে। ছবিতে তাদের জীবন রঙিন মনে হলেও, নানা কারণে এই দম্পতির মধ্যেও অশান্তি হয়। এবার নিজেদের বেডরুম কলহ প্রকাশ করলেন এ নায়ক।

বিজ্ঞাপন

image-87832-1584616516

সম্প্রতি করন জোহরের চ্যাট শো-এ অতিথি হয়ে এসেছিলেন শহীদ কাপুর। সেখানেই নিজের বেডরুমের ঝগড়ার কথা ফাঁস করেন তিনি। নায়ক বলেন, ‘প্রতি রাতে ফ্যান চালানো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগে।’

বিজ্ঞাপন

ছোট ছোট ভুল-বোঝাবুঝির মাঝেও মীরাকে পেয়ে দারুণ খুশি শহীদ। তার ভাষ্য, আমার জীবনে মীরার আগমনের চেয়ে ভালো কিছু আর হতে পারে না।

107613651-4076396059069473-6539310039976206279-n

এদিকে ‘ঘর ঘর কি কাহানি’র ছবি মাঝে মধ্যেই নেটমাধ্যমে প্রকাশ করেন মীরা। কন্যা মিশা এবং পুত্র জেইনকে নিয়ে তাদের সংসারের খুঁটিনাটির দিকে চোখ থাকে নেটিজেনদের।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |