ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ঢাবি’র ভিসির বাসার সামনের আগুন নিয়ন্ত্রণে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ জুলাই ২০১৭ , ১০:৩৯ এএম


loading/img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসার সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাবির প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রক্টর আমজাদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে আগুন লেগেছে। ক্ষয়-ক্ষতি তেমন কিছু হয়নি। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

জিয়াউর রহমান বলেন, সকাল ৯টার দিকে ঢাবির ভিসির বাসার সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে।

তবে এই আগুন লাগার ঘটনায় বিশেষ কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |