ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ক্রিকেটার শুভমানের প্রেমে মজেছেন সারা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ আগস্ট ২০২২ , ১১:৪১ পিএম


loading/img

বলিউডে অভিষেকের পরই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান সারা আলি খান। সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠে। সে সম্পর্কের জলও বেশি দূর গড়ায়নি। এবার ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নায়িকার প্রেমের জল্পনা তুঙ্গে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (৩০ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সারা একটি রেস্তোরাঁয় খেতে এসেছেন। তার সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট তারকা শুভমান গিল। দুজনকে একে অন্যের হাত ধরে ভেতরে যেতে দেখা যায়।

জানা গেছে, সারা-শুভমান এখন দুবাইতে রয়েছেন। এক ভক্ত তাদের ভিডিওটি টিকটকে আপলোড করেছেন। সঙ্গে ছবিও। সারার পরনে ছিলো গোলাপি পোশাক এবং শুভমান পরেছিলেন সাদা-সবুজ শার্ট।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘কেদারনাথ’র মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন সারা। এতে তার সঙ্গী ছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর একে একে ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ এর মতো সিনেমা উপহার দিয়েছেন সাইফকন্যা। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নং ১’ এর রিমেকেও কাজ করেছেন সারা। তাকে শেষ দেখা গিয়েছে ‘আতরঙ্গি রে’। বর্তমানে ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |