ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

টিজারেই চমকে দিলো সালমান খান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২ , ০৬:৫৫ পিএম


loading/img

বলিউড ভাইজান সালমান খান। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এবার নতুন দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তিনি। পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে ভাইজানের। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করবেন সালমান।

বিজ্ঞাপন

এদিকে সোমবার (৫ সেপ্টেম্বর) এ অভিনেতা তার ইনস্টাগ্রামে পরবর্তী সিনেমার টিজার প্রকাশ করেছেন। তাতে নতুন লুক দেখে চমকে গেছেন ভক্তকুল। এটি মূলত, ‘ভাইজান’ সিনেমার টিজার। নাম পরিবর্তন করে বর্তমানে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

টিজারে সালমানকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। টিজারটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ লাখ।

বিজ্ঞাপন

এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। তা ছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |