ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রেমের ফাঁদে ফেলে পোশাককর্মীকে গণধর্ষণ, আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট, লালমনিরহাট

শনিবার, ২২ জুলাই ২০১৭ , ০৫:৩৫ পিএম


loading/img

প্রেমের ফাঁদে ফেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক পোশাককর্মীকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

গেলো বুধবার রাতে উপজেলার নওদাবাস এলাকার শালবনে ঘটনাটি ঘটে।

শুক্রবার রাতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার গেন্দুকড়ি এলাকা থেকে বুলু (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুলু ওই এলাকার সাবেক ইউপি সদস্য আঃ রহমানের ছেলে।

বিজ্ঞাপন

নির্যাতিতা নারী আরটিভি অনলআইনকে জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় হাতীবান্ধা উপজেলার ডাকালিবান্দা বাজারের কাপড় ব্যবসায়ী মানিকের সঙ্গে।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গেলো বুধবার বিয়ের প্রলোভন পেয়ে ঢাকা থেকে হাতীবান্ধা চলে আসেন স্বামী পরিত্যক্তা ওই নারী। ওইদিন সকালে মানিক তাকে উপজেলার পারুলিয়া এলাকায় একটি বাড়িতে রাখেন। সন্ধ্যার পর বিয়ের আয়োজনের কথা বলে মানিকের সহযোগী মাদক ব্যবসায়ী বুলু তাকে মোটরসাইকেলে করে নওদাবাস এলাকার শালবনে নিয়ে যান। সেখানে মানিক, বুলুসহ ৫ যুবক রাতভর মেয়েটিকে ধর্ষণ করে। বর্তমানে নির্যাতিতা ওই নারী পুলিশ হেফাজতে রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |