ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বগুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

সোমবার, ২৪ জুলাই ২০১৭ , ০৫:৪১ পিএম


loading/img

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টায় দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসএমসি’র সভাপতি আলহাজ খোরশেদ আলমের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, ইউপি সদস্য আল-আমিন হোসেন।

বিজ্ঞাপন

মা সমাবেশের উদ্যোক্তারা বলেন, মায়েদের সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। মায়েদের সম্মান জানানো আমাদের সবার কর্তব্য। মায়েরা আমাদের লালন-পালন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে।

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, প্রধান শিক্ষক আলী আজম, এসএমসির সহ-সভাপতি আশরাফুল আলম, সদস্য জিয়াউর রহমান, ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষক ফজলুর রহমান, রফিকুল ইসলাম, তানসের আলী. উম্মে মাকতুম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুর জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম। মায়ের জন্যই আমাদের বেড়ে উঠা। এমনকি আমাদের শিক্ষার প্রথম পাঠটিও আমরা মায়ের কাছ থেকে পেয়ে থাকি। তাই হয়তো নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’।

বিজ্ঞাপন

এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |