বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’র একটি চরিত্রের জন্য বাংলাদেশের একাধিক অভিনেত্রীর কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু তারা সেটা ফিরিয়ে দিয়েছেন। অবশেষে সেই সিনেমায় যুক্ত হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এদিকে শনিবার (২৪ সেপ্টেম্বর) সিনেমাটির নতুন টিজার প্রকাশ করা হয়েছে। অফিশিয়াল ফেসবুক পেজ থেকে টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স।
এর আগের টিজারে চরিত্রগুলোর লুক প্রকাশ করা হয়েছিল, কিন্তু কোনো সংলাপ ছিল না। এবারের টিজারে সংলাপ শোনা গেছে টাবুর মুখে। নতুন টিজারে টাবুর পাশাপাশি দেখা গেছে বাঁধনকে।
বাঁধনের চরিত্রটির সঙ্গে দর্শকদের টাবু পরিচয় করিয়ে দিয়েছেন এভাবে, ও ছিল খুবই অদ্ভুত। ও যখন হাঁচি দিত, একসঙ্গে তিনটি। গলার হাড়ে যে একটি গর্ত থাকে, সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিল। ওই রকম তিলের মতো আরেক জন ছিল আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিল, না আমার।
এর আগে সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় প্রথম টিজার। ৪৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে।
প্রসঙ্গত, নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প তুলে ধরা হবে।
যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।