ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

প্রসেনজিতের বাড়িতে বাংলাদেশি শিল্পীদের ভুরিভোজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ , ০১:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে তিনি প্রিয় বুম্বাদা। তার ব্যবহারে মুগ্ধ কলকাতায় ঘুরতে যাওয়া বাংলাদেশের কিছু অভিনয়শিল্পী। তাদের জন্য নিজবাড়িতে রাতের খাবারের আয়োজন করেছিলেন বুম্বাদা।

বিজ্ঞাপন

প্রসেনজিতের বাড়িতে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। ছবি দেখে বোঝা যাচ্ছে, পারিবারিক আবহে সময় কাটিয়েছেন তারা। তাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী-পুত্র, তারকা দম্পতি ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাস-শাহনাজ খুশি ও তাদের দুই পুত্র দিব্যজ্যোতি-সৌম্যজ্যোতি। এ ছাড়াও ছিলেন সৈয়দ আহমেদ শাওকী।

308468931-10221992737832491-4601032034649322014-n

ছবিগুলো পোস্ট করে বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য, মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য।’

12345

তিনি আরও লেখেন, ‘তার (প্রসেনজিৎ) বাড়িতে আমরা চমৎকার সময় কাটিয়েছি। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী, তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেওয়ার জন্য।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |