ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

খুলনায় টিম ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্কে, আরটিভি নিউজ

রোববার, ০২ অক্টোবর ২০২২ , ০৩:২১ পিএম


loading/img

অপারেশন সুন্দরবন টিম শনিবার (১ অক্টোবর) খুলনা শহরে সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বিকেল ৫টায় খুলনার শহীদ হাদিস পার্কে সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, কুয়েট ফিল্ম সোসাইটি এবং ফুড স্টুডিওর আয়োজনে একটি সংর্ধনায় যোগ দেন তারা।

বিজ্ঞাপন

সেখানে খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি মনিরুজ্জামান লাভলু এবং কুয়েট ফিল্ম সোসাইটির সভাপতি সিফাত তাদের বরণ করে নেয়।

সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া ও পরিচালক দীপংকর দীপন খুলনাবাসীকে বলেন, ‘অপারেশন সুন্দরবন খুলনাবাসীর সিনেমা’। পাশাপাশি সিনেমা হলে গিয়ে অপারেশন সুন্দরবন দেখতে আহ্বান করেন। তখন ‘তার হাওয়াতে’ গানের সঙ্গে সিয়াম ও ফারিয়া একটি ছোট্ট পারফরমেন্স করেন।ওই সময় দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। 

বিজ্ঞাপন

এরপর অপারেশন সুন্দরবন টিম খুলনার শঙ্খ  ও লিবার্টি সিনেমা হলের আমন্ত্রণে যান। সেখানে লিবার্টি সিনেমা হলের মালিক শাহজাহান এবং শঙ্খ সিনেমা হলের মালিক কামালের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়। অপারেশন সুন্দরবন টিমও শঙ্খ ও লিবার্টি সিনেমা হলের কর্মকতা ও স্টাফদের উপহার প্রদান করে।

এ প্রসঙ্গে অপারেশন সুন্দরবন সিনেমা পরিচালক দীপংকর দীপন বলেন, সিনেমা হলের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ আমাদের খুব কাছের। সিনেমার হলে পোস্টারম্যান, গেটম্যান, লাইটম্যান, প্রচারম্যান, অপারেটর প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমায় অবদান রেখে চলছেন- আমি দেখেছি একটি সিনেমা হিট হলে তারা কী পরিমান খুশি হয়। আজ টিম অপারেশন সুন্দরবন উপহার নিয়ে বাংলা সিনেমায় অবদান রাখার জন্য তাদের পারিবারের সম্মান জানাতে চায়।

পরে টিম অপারেশন সুন্দরবন সাতক্ষীরায় চুকনগরের বিখ্যাত আব্বাস চুই ঝালের রেস্তোরাঁয় খাবার খায়। রাতে ধর্মসভার মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা এবং তাদের সঙ্গে অপারেশন সুন্দরবনের গান নিয়ে আনন্দে মেতে ওঠেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |