ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

টেনশনে ঘুম হারাম সুবহার!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ অক্টোবর ২০২২ , ০৪:৩৩ পিএম


loading/img

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা। ব্যক্তিজীবনে ঘাত-প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এই সুন্দরী। ‘বসন্ত বিকেল’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এদিকে প্রথম সিনেমা মুক্তির আগে টেনশনে ঘুম হারাম নায়িকার। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন, হায় আল্লাহ! আমি তো মুভি রিলিজের টেনশনে ঘুমাতে পারছি না। সুবহার সেই পোস্টে নেটিজেনরা তাকে শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

একজন লিখেছেন, আমি জীবনে কখনও সিনেমা হলে গিয়ে মুভি দেখিনি। কথা দিলাম আপু, তোমার মুভিটা ফার্স্টটাইম দেখব। তোমার জন্য শুভকামনা রইল।

বিজ্ঞাপন

সেই মন্তব্যের জবাবে সুবহা লিখেছেন, আমার জন্য দোয়া করবেন আর সপরিবারে হলে গিয়ে মুভি দেখবেন।

বিজ্ঞাপন

অন্যজন লিখেছেন, টেনশন করার কিছু নেই সুবহা। ছবিটি অনেক ভালো চলবে, দোয়া দিয়ে দিলাম। নিজেকে ফিট টেস্ট করে গড়ে তুলুন। কারণ, আপনি হতে যাচ্ছেন আগামীর মৌসুমী। নিজের ওপর আস্থা রাখুন এবং নিজেকে নিজে সচেতন রাখুন।

বিজ্ঞাপন

প্রথম সিনেমা মুক্তির অনুভূতি প্রসঙ্গে সুবহা আরটিভি নিউজকে জানান, অনেক এক্সাইটেড। মনে হচ্ছে, আমার ঈদ আসছে। ‘বসন্ত বিকেল’ আমার প্রথম সিনেমা; এটার সঙ্গে অনেক আবেগ, স্মৃতি জমে আছে। ভেবেছিলাম, একটা সিনেমা করে আর করব না। কিন্তু ‘বসন্ত বিকেল’ করার পর ইচ্ছা হয়েছে, থেকে যাব আপনাদের মাঝে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |