ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি পোস্ট করেছেন জায়েদ খান। কালো প্যান্টের সঙ্গে কালো টি-শার্ট পরে ক্যামেরায় পোজ দিয়েছেন। চুলে ঝুঁটি আর চোখে সানগ্লাস দিয়ে দূরপানে তাকিয়ে আছেন তিনি।
ক্যাপশনে একটি বার্তা দিয়েছেন এ নায়ক। জায়েদ খান লিখেছেন, চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি! কিন্তু চরিত্রটাকে বদলাতে পারি, কারণ এটা আমার সৃষ্টি!
এদিকে দুদিন আগে (১৭ অক্টোবর) আরেকটি পোস্টে তিনি লেখেন, যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভবনা নেই।