ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন সোমবার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনটা পরীর জন্য একেবারেই অন্যরকম। তার জন্মদিনে ছেলে এবং স্বামী উভয়েরই প্রথমবারের মতো অংশগ্রহণ থাকবে এবার।
আলোচিত এই অভিনেত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। সোমবার সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই শুভেচ্ছা জানান তিনি।
রাজ লেখেন, ‘যে নারী আমার জীবন আলোকিত করেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। যত্নশীল, প্রেমময় এবং আমার প্রিয় স্ত্রী, তুমি সেই যাকে আমি বিশ্বাস করতে পারি এবং আমি খুব ভাগ্যবান তোমাকে আমার পাশে পেয়ে।’
স্ত্রীর উদ্দেশ্যে রাজ আরও লেখেন, ‘বিশেষ দিনটি তোমার জন্য, আমার সুন্দরী স্ত্রী।’
গত বছরের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। চলতি বছরের ১০ আগস্ট জীবনের সেরা উপহার পান এ তারকা দম্পতি। তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান রাজ্য।